ডিসেম্বর ২৩, ২০২৪

প্রিয় স্বাধীনতা

0

প্রিয় স্বাধীনতা

শাহনাজ পারভীন মিতা

স্বাধীনতা কবে তুমি প্রথম কথা বললে

শিশুর মত চিৎকার ধ্বনিত হলো,

টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে।

একটি দেশ চাইলে পৃথিবীর বুকে স্বাধীন

যেখানে থাকবে না কেউ কারো অধীন।

সোহরাওয়ার্দী উদ্যানে সেই অপরাহ্নে আহ্বান

উত্তাল জনসমুদ্রে লক্ষ জনতার অবস্হান,

বঙ্গবন্ধু করলেন আহ্বান মুক্তি স্বাধীনতার।

সেই দিন সেই ক্ষণ ইতিহাস রচিত হলো

বাঙ্গালীর মন ও মননে স্পন্দিত হলো,

একটি শব্দ প্রিয় স্বাধীনতা ।

লক্ষ কোটি বাঙালী ঝাপিয়ে পড়লো

মুক্তিযুদ্ধে রণাঙ্গন থেকে রণাঙ্গনে,

যুদ্ধ লড়াই সেক্টরে সেক্টরে

শহীদ আজাদ ,রুমি ,জুয়েল ,বাশার

আরও নাম না জানা

কত তরুণ মুক্তিযোদ্ধা!

জীবন দিলো দেশের জন্য ছিনিয়ে আনতে

প্রিয় স্বাধীনতা ।

যে নারী বন্দী হলো

হানাদারদের বন্দী শিবিরে,

নির্যাতিত হলো দিনের পর দিন

অন্ধকার কক্ষে কৃষ্ণ গহ্বরে।

শুধু পেতে একটি স্বাধীনতা

প্রিয় ফুল প্রেমিকের একটি লাল গোলাপ,

পৃথিবীর বুকে স্বাধীন দেশ বাংলাদেশ ।

পদ্মা মেঘনা যমুনার প্রবল স্রোতে

বঙ্গপসাগরের উপকূলে ,

বাংলা ভাষা যেখানে হৃদয়ে উচ্চারিত

লক্ষ কন্ঠে ধ্বনি প্রতিধ্বনির সুললিত ।

তারপর কত জল বয়ে গেলো পদ্মা মেঘনায়

কত প্রান হলো বলিদান,

মা মাটি ও দেশের জন্য নিবেদিত

এলো বিজয় এলো প্রিয় স্বাধীনতা ।

তবু আজও খুঁজে ফিরি ,শহীদ আজাদ,

রুমির স্বপ্নে দেখা সেই দেশ মনের মত ,

বীরাঙ্গনার একটি লাল গোলাপ

দিকে দিকে জীবনের উল্লাস উদ্দাম।

প্রানের গভীরে রবীন্দ্রনাথ নজরুল

গানে গানে সুরে সুরে জীবন অনুকূল,

মাঠে মাঠে কৃষকের হাসি

ঘরে ঘরে কৃষাণীর বুকে উচ্চারিত ভালোবাসি।

আমার প্রিয় দেশ পৃথিবীর মানচিত্রে

একটি দেশ সবুজের বুকে লাল সূর্যে,

বাংলাদেশ আমার বাংলাদেশ

স্বাধীনতা মুক্তি তুমিই আমার প্রিয় স্বদেশ ।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *