প্রিয় রাসুল
প্রিয় রাসুল
মিজান পঞ্চায়েত
ওগো মোর প্রিয় রাসুল
হযরত মুহাম্মদ (স)
তোমার উছিলায় কাটে
দুই কূলের বিপদ।
সৃষ্টি কূলের শিরোমণি
সকলের নেতা ,
অনুসরণ ছাড়া তোমায়
জীবনই বৃথা ।
সর্ব শ্রেষ্ঠ মহা মানব
ভবের ইতিহাসে,
তোমার সব মহৎ কর্মে
পৃথিবী হাসে।
আরশে আজিমে আছে
তোমার নাম লেখা,
ওগো মোর প্রিয় রাসুল
স্বপ্নে দিও দেখা ।
পরকালের চরম ক্ষণে
কাঁদবো যখন ত্রাসে ,
একটাই মিনতি আমার
থেকো তুমি পাশে ।