প্রশ্নটা কেবল অদৃষ্টের প্রতি
প্রশ্নটা কেবল অদৃষ্টের প্রতি
আতিকা হাসান
অনুষদ বরাবর দরখাস্ত পেশ করা হয়েছে
কালের ধাপে ধাপে
দ্রষ্টব্য নোটে প্রত্যেকটা কাগজপত্র
পিনআপ করা আগাগোড়া,
ত্রুটি নেই কোথাও।
তবুও, পুরো অন্দর জুড়ে শ্যাওলা জমা
নীলের আধিক্য
যুগপথে শুধু অগ্রাহ্যতার বাতিল কার্যকারণ।
স্বপ্ন মন্ত্রনালয়ের অন্ধকার প্রকোষ্ঠে স্তূপাকার
সকল আনুপাতিক খাম,
ধুলো-ময়লার আস্তরণে অস্পষ্ট
প্রেরকের নাম ঠিকানা
রঙচটা বিবর্ণ শরীর।
কূটনৈতিক আলোচনায় দ্বিধাগ্রস্থ আবশ্যিক
সঠিক রায়
অথচ, কথা ছিলো দাতার উদারতার
অথচ, সৃষ্টিজুড়ে তারই দান দক্ষিণা।
স্পর্শকাতর তন্তুগুলো রোদে পুড়ে
গ্রিল হয় প্রতিক্ষণ
কয়লার গনগণে উনুনে
পোড়া মাংসের ধোঁয়া ওঠা তান্দুরি রেসিপি
ফোঁটায় ফোঁটায় বিদগ্ধ অনুভব
অচেনা ছায়াদের ধ্রুপদী নাচন।
বলতে পার!
কতটা প্রহর জাগলে আগামী দেখবে
ক্ষুধার্ত রাত ?
মলিন কাগজের সেকেলে আখ্যান শেষ হতে
আর কয় পৃষ্ঠা বাকি ?
তুমি নও-
প্রশ্নটা কেবল অদৃষ্টের প্রতি !