ডিসেম্বর ২৩, ২০২৪

প্রয়োজন বনাম প্রেম

0

প্রয়োজন বনাম প্রেম

নাজিয়া আফরিন

বুকের দগদগে ক্ষতরা শুকায় না,

সবসময়ই তা উর্বর আর সতেজ

বেড়ে ওঠা বেদনার সবুজ জমিন।

রঙীন শত শত বুনো ফুল।

শুভ্রতার হৃদ আকাশ,

জলের মতো কল্লোল

অন্তরে স্বচ্ছতার কল্পলোক,

প্রেমের আলিঙ্গনের মিছে স্বপন।

প্রয়োজন আর ভালোবাসার বৈপরীত্য বসবাস,

অসময়ে প্রস্থানের কালো মেঘ,

সুখ যেন মিষ্টি গোলাপী কোন হাওয়াই মিঠাই,

বরাবরের মত প্রেম – কল্পনার নির্জন কোন দ্বীপ।

কুয়াশাচ্ছন্ন আকাশে ভালোবাসারা ফানুস হয়ে দূরে হারায়,

তবুও প্রয়োজনেরা ফুরায় না,

ক্যাঁকটাসের কাঁটায় ক্ষত যত উচ্ছ্বাস,

জীবনকে টেনে টেনে শুধু মৃত্যু পালকীর খোঁজ করা

এই ক্ষনশ্বর জনমে ক্ষমা করো তোমরা আমায়,

আজ থেকে অজানা কোন পথিক আমি,

প্রতি কদমে কদমে বন্ধুর পথকে পাড়ি দেয়ার প্রয়াস,

আমার যত অজানা আর অভিমান গুলো জমা রাখলাম তোমাদের শুদ্ধ অন্তরে।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *