প্রকৃতির রূপ
প্রকৃতির রূপ
আমান উদ্দিন
পূর্বাকাশে উদিত সোনালী সূর্য করে
আলোকময় দিন,
ভোরের বাতাস স্নিগ্ধ সকাল লাগে
কত যে মসৃণ।
ভোরে গাছের শাখে পাখিরা ডাকে
ফুটে হরেক ফুল,
সুবাস ছড়ায় ধরণী মাঝে সুগন্ধে
প্রাণ করে আকুল।
শিশির ভেজা ঘাস প্রভাতী হাওয়া
দূষণমুক্ত পরিবেশ,
পল্লীগাঁয়ের রূপ দেখতে অপরূপ
উপমার নাইযে শেষ।
প্রকৃতির ঝলমলে রূপ দেখতে কত
অনিন্দ্য সুন্দর লাগে,
সূর্য যখন অস্তমিত হয় লাল রঙ্গে
গোধূলি সন্ধ্যা সাঁঝে।
রাত্রে চাঁদের আলো মিটিমিটি তারা
কত যে মনোহর,
নিস্তব্ধ নীরবতা প্রশান্তি বয়ে আনে
মানুষের অন্তর।
প্রকৃতির রূপ নয়নাভিরাম সবুজ
বননানীতে ভরা,
সুনিপুণ সৌন্দর্যের লীলাভূমি করে
স্রষ্টা গড়েছে ধরা।