পুরাও মনের বাসনা
পুরাও মনের বাসনা
মো. ইসহাক মিয়া
দয়াল তুমি দয়ার বলে
পুরাও মনের বাসনা,(বাসনা)
তুমি আমার সর্ব সাধন-(২)
রাত্র দিনের ভাবনা।
আমি কাঞ্চা লোহ অঙ্গ নিয়া
পরশ পাথর চরণ ছুঁইয়া,
ভক্তি বিশ্বাস প্রণয় দিয়া(২)
হইতে চাই খাঁটি সোনা।
পাপের বোঝা বইয়া বইয়া
নৌকার গলুই গেছে খইয়া,
আমার ভাঙা মাস্তুল ছেঁড়া পাল-(২)
বৈঠায় আড়ি মানে না।
ভব দরিয়া উতাল পাতাল
নৌকার দশা হইছে বেহাল
সেচে পানি পাইনা কূল(২)
গতি নাই তুমি বিনা।
অধম পাপী দীনহীন জেনে
তরাইয়া লও নিজ গুণে,
আমার ডুবলে তরি কলঙ্ক তোমার (২)
ইসহাক কারবারী শাহ্-র দিওয়ানা
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি