পাগল
হালিমা সুলতানা
এক পাগলে গাছে চড়ে
আরেক পাগল পায়ে ধরে
দুই পাগলে সঙ্গী হলো।
পাগল পাগল মজার খেলা
খেলতে গিয়ে যাচ্ছে বেলা
পাগল বেটার পিছন চলো।
আমি পাগল তুমি পাগল
নিজের ফাঁদে সবাই ছাগল
পাগল ভুবন সবটা জুড়ে।
ভাবের পাগল স্বার্থে ভালো
খুঁজে না সে আঁধার কালো
কাছের পাগল থাকে দূরে।
মুখোশ পাগল হয় উলঙ্গ
ধ্যানমগ্ন না হয় তার ভঙ্গ
জাতের পাগল দেয় যে সঙ্গ।
পাগল ছাড়া সমাজ অচল
পাগলগুলো কাজে সচল
সমাজ মাঝে হচ্ছে রঙ্গ।