পাখিরা সব
পাখিরা সব
গোলাপ মাহমুদ সৌরভ
আগর ডগর কলা পাতা
নারকেল পাতা ছিঁড়ে,
বাবুইপাখি বাসা বুনেছে
তাল গাছের নীড়ে।
ডাগরডোগর ডুমুর পাতা
গোল পাতার ভীড়ে,
টুনটুনি পাখি বাসা বুনেছে
কাঁঠাল পাতা ঘিরে।
কুঁড়ে কুঁড়ে নিয়ে খড়কুটো
টিনের চালের ঘরে,
চড়ুই পাখি বাসা বুনেছে
একটু একটু করে।
ছোট ছোট পাখিরা সব
কিচিরমিচির ডাকে,
মিলেমিশে থাকে ওরা
উড়ে ঝাঁকে ঝাঁকে।