পথ যেন আমার অমোঘ নিয়তি
পথ যেন আমার অমোঘ নিয়তি
আতিকা হাসান
তোমাকে পেয়েছি বলে ভুল স্টেশনে
নেমে যাই বারংবার!
যাত্রী কোলাহলে
আকুল প্রার্থনায়
খুঁজে ফিরি যাচিত জন।
উৎকর্ণ দৃষ্টিতে সহসা দেখি-
হারানো বিজ্ঞপ্তিতে তোমার চিত্রপট
নগর দেয়ালের গায়ে
প্রতি বিলবোর্ডে
নিখোঁজ সংবাদ
আঙুল গোনে প্রমাদ মাশুল
বেশুমার বোকামিতে।
তোমাকে খুঁজতে পায়ের নখে জমেছে
বহুবর্ণ ধুলোর স্তর
চরণ তলায় অসীম ক্লান্তির ভীড়
চোখের নিচে ছাইরঙা মেঘের
বেলাশেষের চিহ্ন
পাঁজরের হাড়ে, রক্ত শিরায়
সান্ধ্য সময়ের ঘ্রাণ…
দিনশেষে আজও তুমি
বিস্মৃত আগামীকাল!
পথ যেন আমার অমোঘ নিয়তি!
পরিচ্ছন্ন লেখা পড়ে খুব ভালো লাগলো।