নেশার ঘোরে আবদ্ধ
নেশার ঘোরে আবদ্ধ
কাজী শামীমা রুবী
আমি এখন তোমাতে নেশার ঘোরে আবদ্ধ।
ঝাপসা আলোছায়া নিকষ কালো রাত্রি।
রাতকারানীর গন্ধে বিমোহিত রজনীর সমিরন।
উষ্ণতায় চুম্বনের চিহ্ন এঁকে যাই লিকার উপচে পড়া সিরামিকের গায়ে।
আর আমি তোমাতে নেশায় নিমগ্ন।
ছাইদানিটা নির্বাক তাকিয়ে আঙ্গুলের মাঝে জ্বলে উঠা সুখটানের পানে।
লাইটারের বক্ষজুড়ে উন্মাদনার হাসি।
ক্ষুদ্র লাইটারের পোড়ানার বিশাল ক্ষমতা,
বক্ষ ছেদ করে পুড়ছে হৃদয়।
মস্তিষ্ক নিংড়ে তৈরী করে শব্দের জটলা।
আর আমি তোমাতে হয়েছি নেশায় আবদ্ধ।
তনুমন জুড়ে কাব্যের নিবিড় আলিঙ্গন।
ওষ্ঠদ্বয় জুড়ে ভেসে আসে কাব্য পংতিমালার লহরী,ভর করে প্রভঞ্জনে তরঙ্গিনীর পালে।
তাইতো আমি নিজেরে সুপেছি প্রেমোময় কাব্যের দ্বারপ্রান্তে।
আর আমি তোমাতে নেশার ঘোরে আবদ্ধ।
মেধা মননে শব্দের চাষ মস্তিষ্কের কোষাগার
কে প্রতিনিয়ত করেছে ভরপুর।
লিখুনীর উত্তেজনায় শরীরে রক্ত করছে টকবগ,
মস্তিষ্কের স্নায়কোষে অবলীলায় শব্দের আনাগোনা,অক্ষরেরা তুলেছে তুমুল ঝড়।
এলোপাথাড়ি শব্দের পর শব্দ কাব্য বুনতে চায়।
আর আমি কাব্য লেখার ঘোরে নেশায় আবদ্ধ।
আমার যা কিছু ছিল উজার করে দিয়েছি
প্রেম প্রীতি ভালোবাসা কাব্যমালার শরীর জুড়ে।