নামের সুধা
নামের সুধা
মো. ইসহাক মিয়া
নামের সুধা গায় মাখিয়া,
ডুব দিও কাম গঙ্গাতে।
কালো লাল সাদা মিলে,
তিন ধারাতে বহে জলে।
কুমির কত সেথায় খেলে(২)
তোমারে- গিলে খেতে।
নদীর জল বড়ই ঘোলা,
সর্প থাকে সদা ফণা তোলা।
দংশনে মিলে না ওঝা(২)
জিন্দা মরা মরবি ঘাতে।
মোহিত রূপে তরঙ্গে উত্তাল
নামতে সেথা সবে হয় বেসামাল।
নদীর নাই কিনার নাইরে তলা(২)
সাবধানে ডুব দিও তাতে।
গুরু মন্ত্র জপ মাল করে,
দিস আরতি মা খাহি্রে।
নইলে যাবে তোর লাভে মূলে(২)
ফিরবি বাড়ি শূন্য হাতে।
অতি রাক্ষসিনী এই বসুমতী,
যে ভজে তুষ্টে মতি হয়ে তার প্রতি।
দেয় তাহাড়ে উজাড় করে (২)
ধন ভান্ডার লুটে আনতে।
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি