ধূপছায়ার মন
ধূপছায়ার মন
মো. মনির সরদার
আমি পারি-না প্রেম সাজাতে
মন ক্লান্ত লাগে ভীষণ রোদে,
জমে-না ভালোবাসা
রঙ্গীন স্বপ্ন চোখে।
যা আছে আমার হৃদ
পাঁজরে তোমায় ঘিরে,
যাচ্ছে সব ধূপছায়া জলে
শুধু জীবন গল্পের ভুলে।
আমি পারি-না পুরোনো স্মৃতি
নিয়ে আর বাঁচতে,
আমায় কাঁদায় পরিপূর্ণ
মাটির ভালোবাসায়।
তুমি আমার নেই
হারিয়েছো সব অধিকার,
আমি তোমার নেই
প্রতিদিন হচ্ছি বিলীন।
নষ্ট হচ্ছে দেহ কষ্ট পাচ্ছে
আমার অনুভূতি,
জমছে আজ মনের
ভালোবাসায় ধুলাবালি।
অশ্রু তোমার চোখের পাতায়
আমি পারি-না আর সইতে,
ক্লান্তি দেহের ভিতর
শুধু আমায় কাঁদায়।
আমি অতীত কে বারবার
বিদায় জানাই,
চোখের কোণে তোমার জল টলমল
বর্তমান আর আগামীকাল।
ঘুম আসা সন্ধ্যাবেলায়
শুনেছি আমি মধুর আজান,
যাচ্ছে আমার সব ধূপছায়ার সুর
সব লিখেছি আমি তোমার খাতায়।
নিঝুম রাতে উষ্ণতার
আঁধার ঘুম আমার চোখে,
ধুসর স্মৃতি ক্লান্ত মন
ঘুমাও তুমি আমার বুকে।
ঝড় থেমে যায় গহীন গভীরতায়
হাসনাহেনা ফুলের সুবাস মেখে
আমার এ রাত বয়ে যায়,
আমি পারি-না আজও
তোমায় ছাড়তে আমি পারি-না দিনগুলো ভুলতে।