ধর্মের প্রতিযোগিতা
ধর্মের প্রতিযোগিতা
প্রিয়াংকা নিয়োগী
রক্তে মাংসে মানুষ গড়া,
যে যার ধর্মে বেড়ে ওঠা ,
ধর্ম নিয়েই বাড় বাড়ন্ত,
যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ।
এই নিয়ে সকলে ব্যস্ত,
হাক ডাকে কলির কেষ্ট,
নিজ ধর্ম শ্রেষ্ঠ প্রমাণে,
প্রতিযোগিতায় নামে,
রক্তের খেলায় প্রকৃষ্ট।
রোগীর প্রাণ বাঁচাতে,
রক্ত সংকট মেটাতে,
মানব ধর্মই দাঁড়ায় আগে।
রক্ত ব্যাঙ্কে থাকেনা লেখা,
ধর্ম অনুযায়ী রক্তের সেকশন,
তাহলে এত ধর্ম নিয়ে বড়াই কিসের বলেন?
বন্যায় নি:শ্ব মানুষের জন্য,
সব জাতি এগিয়ে যায়,
যে যার মতো দেয় পন্য।
ভূমিকম্পে ভাঙ্গা বাড়ি ভিটে মাটি,
শেষ হয়ে যায় কানাকড়ি,
দানের টাকায় ত্রাণ যায়,
মানুষের জীবন রক্ষা পায়।
ধর্মের প্রতিযোগিতায় যাচ্ছে রক্ত অনেক,
ডাবাতে পারে যে যার ধর্মকে
চলছে আক্রমণ,নিশানায় গুলি বারুদ,
দেশের সাথে দেশের যুদ্ধ,
জাতির সাথে জাতির যুদ্ধ,
অস্থির পরিস্থিতি তৈরী করছে,
করছে জীবন ভয়াবহ।
ধ্বংসলীলায় মাতে ধর্মের নামে,
পৃথিবীর সৌন্দর্য্য হচ্ছে নষ্ট।
নিশ্চিহ্ন করতে চলছে ধর্মের সাথে ধর্মের লড়াই,
সেই রক্তের চাহিদা মেটায় বিভিন্ন ধর্মের মানুষ।
দানের টাকায় স্বেচ্ছাসেবী সংগঠন
করছে জনগণের জন্য কাজ,
সেথায় ধর্ম বলে নাই কোনো কথা,
সমাজ সেবাই শেষ সাজ।
যেমন যে যেখানে পারছে সেখানে দিচ্ছে
সাধ্য মতো,
মানুষই প্রথম কথা,
শেষে সব মানুষের জন্যই
সমবেদনা শুভকামনা।
প্রতিটি ধর্মই ফুলের মতো,
বৈচিত্র ভূমিকা রাখছে ভালো,
মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম সেটা জানে জনেক।
ধর্মের প্রতিযোগিতায় শুধু মানুষ জেতে,
ধর্ম থাকে পরে।