টোকাই
টোকাই
আমান উদ্দিন
অলিগলিতে খুঁজে বেড়ায়
পরিত্যক্ত পণ্য,
ধনীরা টোকাই নামে করে
তাদেরকে গণ্য।
মানবজাতির কোলে জন্ম
আদম সন্তান,
ভাগ্যের নির্মম পরিহাসে
নাই বাসস্থান।
রাস্তাঘাট বা কলোনিতে
করে বসবাস,
প্রতিনিয়ত খাদ্য জুটে না
করে উপবাস।
অভিবাবকহীন ভবঘুরে
কষ্টবহ জীবন,
দুষ্টলোকের নির্যাতনে হয়
কখনো মরণ।
প্রতিদিন জীবনযুদ্ধ বেঁচে
থাকার তরে,
রোগব্যাধির বিনা ঔষধে
কভু ধুঁকে ধুঁকে মরে।
অবহেলিত টোকাই নামের
চাই অবসান,
মানবতার মুক্তহস্ত বাড়াতে
সবাইকে আহবান।