অক্টোবর ২৭, ২০২৪

জ্যোৎস্না স্নাত পূর্ণিমা রাত

0

জ্যোৎস্না স্নাত পূর্ণিমা রাত

শামীমা খালিদ শাম্মী

জ্যোৎস্না স্নাত স্নিগ্ধ হৈমন্তী রাত

রুপোলী আভায় পূর্ণিমার চাদরে আবৃত প্রকৃতি,

আলোর ঝর্ণাধারায় মাদকতার আবেশে

নৈশব্দের প্রহরে নিষুপ্ত নয়ন মেলে

আমি জেগে রই অতন্দ্র নিশাচর হয়ে

জানালার পাশে, আকাশে পূর্ণিমার চাঁদ দেখে।

ভরা পূর্ণিমার পবিত্রতা শুদ্ধতা স্নিগ্ধতায়

হৃদয়টা ভরে দেয় অনাবিল ভালোলাগায়,

অসীম আকাশের সসীম শূন্যতায়

পরম শোভায় চির হরিতের বসুধা,

অচেনা ফুলের ঘ্রাণে আবেগাপ্লুত মায়াবী ক্ষণে

ঝিকিমিকি তারার আসরে অতলান্ত প্রেমে

জোনাকি আলো ছড়ায় ঘুমন্ত আঙিনায়।

জ্যোৎস্না বিলাসে প্রাণ জুড়ানো শীতল সমীরণে

পূর্ণ চাঁদের বাঁকা হাসিতে হাজার রাতে গল্প বুনি,

কার্নিশে বিন্দু বিন্দু শিশিরের চমকিত স্বপ্ন

অধর পল্লবে কোলাজে লুন্ঠিত অজানা শিহরণে,

দৃষ্টির তৃষ্ণার্ত মায়ায় নি:শ্বাসের উষ্ণতা

যেন হাজার বছরের নির্ঘুম রাত জাগি।

অক্টোবর ২৭, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *