ডিসেম্বর ২৩, ২০২৪

জীবন্ত জীবন

আরমান হোসাইন

কত সময়, দিন, সপ্তাহ, মাস, বছর পেরোলো!

কত শান্ত, কত ঝড়ের দিন, কত শত গল্প, আড্ডা, পুরানো স্মৃতি, মায়ার বাঁধন, উজ্জ্বল সোনালী স্বপ্নে জীবন পরিপূর্ণ!

কত যন্ত্রণা, কত বিরক্তিকর, কত তাড়াহুড়া,

কত উদ্বেগ, ভয় আর অশ্রুসিদ্ব চোখ, কত শত ক্ষুধার্ত মানুষ!

কত অপচয়, নষ্ট, পাগলামি,

কত শত ভালোমন্দে জীবন! কত ভালোবাসার উত্তাপ, কত যুদ্ধদেবতা, কত ক্ষীণদৃষ্টি, কত বীরত্বের কাহিনি, কত শত আদর্শের গাঁথা। কত যুদ্ধ চেতনা, ধ্বংস যঞ্জ, চিত্তলোক!

কত আত্মবিশ্বাস, সাহস, উৎফুল্ল চিত্ত,

কত পৃষ্ঠপোষাকতা, কত শান্ত নীরবতা, কত ব্যথায় কাতর, ভীতির কারণ!!

কত স্বচ্ছ পবিত্র খাঁটি সরল পবিত্রতার সাধনা,

খ্যাতিমান রাজবংশ, কত শত হিংস্র দানবী, কুন্ডলী, শ্বাসরুদ্ধকর হত্যা, কত শত পচাঁ দুর্গন্ধ,

কত শত বিচিত্র লেজ মৃত্তিকায়!

কত শত সমভূমি আর নিম্ন উপত্যকা, জীবনের বিকাশ

কত দুদর্শা, কত মায়ের রক্ত, কত আশীর্বাদ,

কত অভিশপ্ত আত্মা, কত বীরত্ব প্রতিভা!

কত শত হতাশা, কত নিরাশা, কত দীর্ঘশ্বাস, কত অশ্রু, কত সময়; কত কল্পনা, কত শত উপমা, কত আলিঙ্গন, কত সমান্তরাল, কত শত হৃদয়ের মিল,

কত নিবিড় বন্ধনে ভালোবাসা!!

কত অদ্ভুত, কত মহিমান্বিত, কত স্বর্গীয় প্রেম,

কত শত ভূমিকম্পের সৃষ্টি, কত শত ঘৃর্নায়মান, গ্রহ-নক্ষত্রগুলো খসে পড়েছে!!

কত চ্যাটিং, কত কথা, কথায় আছে কথার মায়া!!

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *