জীবনের গল্পগুলো

জীবনের গল্পগুলো
নীলিমা শামীম
তোমার জন্য সাজসজ্জা, তোমার জন্য সব
তুমি আমায় থামিয়ে দিয়ে করলে যে নীরব।
সতর্কতা ভেদ করেছি, করতে দেখা তোমার সাথে
সেই তুমিতো দিব্বি ছিলে বৃষ্টিভেজা শুভেচ্ছাতে!
কাজল চোখে টিপ পড়েছি,লাল কালোতে মিল
অবাক করা তাবক দুপুর করলে কাকে গরমিল!
মানত তোমার পূর্ণতাতে ছল দিয়েছো অবিস্মরণী
তবুও তোমার ভালোবাসায় আমি হয়ে গেছি ঋণী।
অঙ্গে ঢেকে সাতনরি সাজ,ভিজে ছিলো একাকার
তোমার অতো নেইকো সময়, নানা নেকামি দেখার।
অবাক করা বিবেক বুদ্ধি শিখিয়ে গেছে অনেককিছু
তবুও শপথ বাধা রইলো, ছাড়বোনা কেউ পিছু।