জীবনের কথা
জীবনের কথা
মেহেদী হাসান
ছোট্ট জীবনে বঞ্চিত মানব
নিপীড়তায় হাহাকার,
ভোরের সূর্য, ডেকে যায় পাখি
বঞ্চিত অধিকার।
দেখেছো তুমি রৌদ্রের খরা
কতটুকু প্রহর দেয়
তার চেয়ে কঠিন মানব জীবন
লাঞ্ছিত হতে হয়।
তোমার জন্য তুমিই শ্রেয়
অন্য যে কেউ নয়,
পাপ পূণ্যের জীবন শুধু
হিসেবের পাতায় রয়।