ছয় ঋতুর বাংলাদেশ
ছয় ঋতুর বাংলাদেশ
আমান উদ্দিন
ঋতু বৈচিত্রের ভূমি বাংলাদেশের
ছয় ঋতুর রূপ,
ফুলে ফলে তরু লতায় মুগ্ধ করে
জুড়ায় দুটি চোখ।
বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল রসাল ফলে
ভরপুর থাকে দেশ,
বিভিন্ন ফলের স্বাদে রসনা বিলাসের
নাই যে শেষ।
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল রিমঝিম শব্দে
বৃষ্টির তালে,
কি যে শ্রুতিমধুর শুনতে পল্লীগাঁয়ের
টিনের চালে।
সাদা কাশফুল শরৎ কাল জানান দেয়
ভাদ্র আশ্বিন মাসে,
কৃষাণ কৃষাণী মনযোগী হয় সোনালী
ধানের চাষে।
হেমন্তকাল কার্তিক অগ্রহায়ণ নবান্নে
ভরে সবার মন,
মনানন্দে অতীতের কষ্ট বেদনা ভুল
পড়ে তখন।
পৌষ মাঘ শীতকাল পিঠাপুলি খাবার
গ্রামাঞ্চলে পড়ে ধুম,
খুশির বন্যা কেড়ে নেয় খেটে খাওয়া
মানুষের ঘুম।
ফাল্গুন চৈত্র মাস বসন্তকাল কোকিল
ডাকে গাছের ডালে,
হরেক রকম পুষ্পিত ফুল প্রকৃতিকে
দৃষ্টিনন্দন করে তুলে।
প্রতি দুমাসে নবযৌবনে ফিরে দেশ
যে রূপগুণের নাই শেষ,
নৈসর্গের লীলাভূমি প্রিয় মাতৃভূমি
ছয় ঋতুর বাংলাদেশ।