চিন্তাহীন
চিন্তাহীন
অনিমেষ দাস
সুর্যের আলোর মতো সত্যির সামনে
মানুষ অহরহ কতো মিথ্যাচার করে।
তুমি আমি সবাই সাক্ষী হয়ে
মনের ব্যাথায় সদাই নির্বাক হয়ে,
বুকে নিয়ে দায় ভারাক্রান্ত হৃদয়ে
কাটাচ্ছি দিন হায় বিষন্ন মনে।
পলায়ন কি ভাবে কখন, কোনখানে,
কতদূর যাওয়া যেতে পারে এখন কে জানে?
ভোঁতা নখ,ভাঙা দাঁত,কথা স্পষ্ট নহে,
তবু প্রাণ,প্রাণের মহিমা হয় না ক্ষীণ,
মুক্তি চায়,পরিত্রাণ চায় বিবেক নিশিদিন।
জন্মিলে মরিতে হবে,অবশ্যই একদিন
অমর নহে ভবে কেউ কোনোদিন।
কিন্তু ব্যভিচারে মৃত্যুর বীভৎস শীৎকারে
আমি বধির হয়ে যাচ্ছি চিৎকারে,
অযৌক্তিক অত্যাচারে মৃত্যুর, হুংকারে,
প্রতি মুহুর্তে শোকের আবহে আমি
ক্রমাগত পাথরে পরিণত হচ্ছি না থামি।
এরা দেখে না পাছে চাহিয়া কোনোদিন,
শমন দোসর আছে দাঁড়িয়ে নিদ্রাহীন।
অন্যের শেষ যাত্রা দেখেও চিন্তাহীন
অসৎ কাজের মাত্রা বাড়ে প্রতিদিন।