ঘোমটা
ঘোমটা
মো. মনির সরদার
তোমার ঘোমটা খুলে
দেখবো আমি ঐ বাসর রাইতে
বউ সেজে থাকবে তুমি
আমার জোৎস্না রাতে।
কথা হবে গল্প হবে
বউ তোমার আমার সাথে
চেয়ে রবো আমি
তোমার মায়া ভরা রূপে।
তোমার ঘোমটা খুলে
দেখবো আমি মধুর মিলন রাইতে
তোমার হাতটি ধরে
ছুঁয়ে দেখবো স্বপ্ন ভরা মনে।
তোমার হৃৎপিণ্ডে আমি
ভোর নিশিতে বাঁধবো সুখের বাসা
দুজন মিলে জড়িয়ে রবো
প্রেম ভালোবাসার একই বিছানায়।
শরম শরম লাগে দু’চোখে
বিয়ে একদিন পরে
তবু আমি হেঁসে খেলে কাটাই
সারাক্ষণ।
কেউ বা বলে জামাই বোকাসোকা, কেউ বা বলে ভালো
শালা শালী এসে
আমার সঙ্গে খুনসুটি করে।
তোমার ঘোমটা খুলে
দেখবো আমি মুগ্ধ চাহনিতে
অনুভূতি আর ভালোবাসায় ডুবন্ত মন শহরে যাই তুমি -আমি
উষ্ণতার ঘামে ভিজিয়ে।
হৃদয় দেহ গহীন চরে
হয় ভাব জমানো বন্ধন
দৃঢ় বিশ্বাস নিঃশ্বাস মন
তোমার -আমার প্রাণের স্পন্দন।