গোলাপী নদী
গোলাপী নদী
তাহমিনা নিশা
একটা নদী আঁকো
নদীতে জল দাও
স্বচ্ছ কাঁচ যেন
আয়না একদম।
তুলিতে রঙ নাও
জলের রঙ করো
দাঁড়াও! নীল নয়,
গোলাপী হবে জল।
ভাবো-তো একবার!
সবুজ কচিপাতা
হলদে ঝরাপাতা
গোলাপী জলে ভাসা!
ভাসবে সাদা বক
সাঁতারে জলপরী
গোলাপী নদী মাঝে
আহা! কী সুন্দর!