খোকার নাচন
খোকার নাচন
কাজী নাজরিন
ছোট্ট খোকা বেজায় ভালো
মিষ্টি মিষ্টি কথা কয়
রাগলে খোকা গাল ফুলিয়ে
ডাগর চোখে তাকিয়ে রয়।
রাগটা কিন্তু কম সময়ের
হাসে খোকা সারাদিন
সারা বাড়ি মাতিয়ে খোকা
নাচে শুধু তা ধিন ধিন।
দিদা দাদু খোকার নাচন
দেখে দেখে হাসে
বুকে নিয়ে আগলে ধরে
বড্ড ভালোবাসে।
ছোট্ট খোকা মায়ের কাছে
কত্তো ছড়া শোনে
নাচতে নাচতে ছড়া শেখে
খোকা মনে প্রাণে।
বাবার হাতে লাড্ডু দেখে
খোকা খুশিতে নাচে
বাবার কাঁধে চড়ে খোকা
আনন্দেতে বাঁচে।
খোকার নাচন দেখে দেখে
বাড়ির সবাই খুশি
ছোট্ট চাচ্চু আদর করে
খোকাকে ডাকে পুষি।
বাবা মায়ের সঙ্গে খোকা
নানু বাড়ি যায়
মামা মামি নানা নানুর
কত্তো আদর পায়।
আহলাদে ছোট্ট খোকা
আরো বেশি নাচে
খোকার নাচন দেখে দেখে
প্রাণ খুলে সবাই হাসে।