ক্ষমতার লোভ ছাড়ো

ক্ষমতার লোভ ছাড়ো
মোহাম্মদ মনজুর আলম অনিক
কেন এতো কাটাকাটি ক্ষমতার লোভে?
মরে যদি যাও তুমি কিবা লাভ হবে?
ধরো তুমি বঙ্গ নয় পৃথিবীর রাজা
হঠাৎ ই শোনা গেল মৃত্যু তব সাজা।
তাহলে কি লাভ হলো বিশ্বপতি হয়ে
জীবন তো চলে গেল রাজ্য পাঠ পেয়ে।
কি দাম থাকলো বলো রাজ তখতের
কিবা লাভ হলো বলো রাজা ক্ষণিকের?
অতএব লোভ ছাড়ো বহু ক্ষমতার
ভাবনা সাজাও সদা জীবনটা গড়ার।
জীবন গড়লে পরে মনে রাখে লোকে
ভালোবেসে ঠাই দেয় আপনার বুকে।
এমন অনেক রাজা ধরা ছেড়ে গেছে
ভুলে গেছে লোকে তারে মরণের সাথে।
ফের বহু নিঃস্ব আছে জগৎ মাঝার
মৃত্যুর পরেও আজো জয় জয় কার।