ক্ষমতা
ক্ষমতা
মো. ইসহাক মিয়া
ধরাতে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়,
উত্থান আছে যাহার,পতন তার হয়।
গর্বে উঠে সূর্য,তেজে ছড়িয়ে কিরণ,
মোহিত করে আলোয় ভরায় ভুবন।
অস্তে তার পরাজয় পৃথ্বী হয় আঁধার,
সমকাল অমানিশা শুধে তার ধার।
ব্যভিচার করো যদি ক্ষমতায় জোরে,
দুই দিন আগে পরে,তাই পাবে ঘুরে।
তব তরে কেউ,বিনা দোষে কাঁদে তবে,
রাখিও জেনে সে রূপ কাঁদিতেই হবে।
ছায়া নেয় আষ্টেপৃষ্ঠে বাঁধা থাকে পাপ,
অপরাধ সাজা বিনা পায় নাকো মাপ।
শক্তি যে জন খাটায় সত্য ন্যায় পথে,
সময় যতই পাল্টে নেয় তার রথে।
প্রতিফলন জগতে স্বাভাবিক রীতি,
ভুলে অহমিকা সবে বাঁধ দিয়ে প্রীতি।
থাকিতে ক্ষমতা প্রেম যে জনায় ঢালে,
কোথাও ঠেকে নাকো সে অসময় কালে।
আমার লেখা প্রকাশ করায় সকল কলাকৌশলিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি