কোথায় দেখা করবো?
কোথায় দেখা করবো?
বিকাশ চন্দ্র হাওলাদার
যদি জানতে চাও আমি কে?
আমি ওই দূর পাহাড়ের পাদদেশে থাকি।
রোজ ২১ মাইল পথ খালি পায়ে হেঁটে এক কলসি জল আনি।
আমি জঙ্গলমহলে থাকি পার্বত্য চট্টগ্রামে থাকি।
পাহাড়ের কোলে মাচাং বাঁধি ঝুম চাষ করি।।
আমি আদিবাসী সাঁওতাল কোল ভীল মুন্ডা
আমি আদিবাসী চাকমা মগ মুরাং মার্মা।
আমি গারো আমি লুসাই মেঘালয়ে থাকি
আমি আদিবাসী ত্রিপুরা পুরুলিয়া মেঘালয় সিলেট রাঙ্গামাটি থাকি।।
যে পাহাড়ের মাস্তুল ঢেকে থাকতো সাদা বরফে
যে পাহাড়ের গা মুড়ে থাকতো কুয়াশার চাদরে,
যে পাহাড়ের আবডালে কখনও বৃক্ষের অন্তরালে কথা বলতাম ফুলমনির সাথে।।
তোমরা সে পাহাড় ধ্বংস করেছো।
তোমরা আমাদের পাহাড় বিনাশ করেছো।
ভূলুন্ঠিত করেছো আমাদের সংস্কৃতি
গড়ে তুলেছো শহুরে সভ্যতা,
দিয়েছো প্রাচীর অথবা কাঁটা তারের বেড়া।।
সেখানে নাকি আদিবাসী লুসাই গারো কোল ভীল মুন্ডা
হাজং মুর্মু মারাং মগ চাকমাদের যেতেই মানা।
কোথায় দেখা করবো ফুলমণির সঙ্গে?
কোথায় পাবো পাহাড়ি ফুলের সুঘ্রাণ?