কেমন করে হয়
কেমন করে হয়
সোনালী সরকার
যে আমাকে হারিয়ে ফেলার
পেতো অনেক ভয় ,,
সে’ই আমাকে হারিয়ে দিলো
কেমন করে হয়!!
যার নাকি সব সময়
পাশে আমায় চাই ,,
সে’ই বলে কাছে গেলে
আমার সময় নাই ।।
উজাড় করে বেসেছি ভালো
একা ছিল বলে ,,
মাঝপথে সে হাত ছাড়িয়ে
এগিয়ে গেল চলে ।।
যার চিন্তায় রাত কাটতো
হয়ে যেতো ভোর ,,
নিজেই মন করলো চুরি
আমি না’কি চোর।।
অভিযোগ অভিমান গুলি
বলার নেই ভাষা ,,
পায়ের নিচে পিষে আমার
ভাঙলো সব আশা ।।
ভুল ছাড়াই নত হয়েছি
চেয়েছি তার জয় ,,
সে’ই আমাকে ফেলনা ভাবে
কেমন করে হয়!!