কৃষকের প্রতি
কৃষকের প্রতি
মোহাম্মদ মনজুর আলম অনিক
পাড়ার ফরিয়ারা কিনে
অল্প অল্প ধান
বস্তায় জড়ো করে
হয় লাভবান।
বস্তা কয়েক জড়ো হলে
হাটে নিয়ে যায়,
কেনা থেকে বেশি বেচে
করে তারা আয়।
পাড়ার কৃষক ধান বেচে
দাম পায় না বেশি,
তিলে তিলে চিত্তে মরে
দিল রয় না খুশি।
সারাদেশ ঠকায় শুধু
কৃষক ভাইয়েদের,
তাদের সাথে চালায় সবাই
যতো হেরফের।
অথচ উচিত ছিল
তাদের ভালোবাসা,
তারাই তো দেশ রত্ন
মানুষ রূপে খাসা।
তারা কঠিন সহজ সরল
ফসল দিয়েই চলে,
তারাই দেয় রাজটিকা
বাংলাদেশের ভালো।
দেশটা হয় উন্নত দেশ
তাদের শ্রমের দ্বারা,
অথচ সবাই চালায়
তাদের পক্ষে খাড়া