কি চাই ?
কি চাই ?
প্রবীর চক্রবর্তী
গরিব মানুষের জন্যে দুবেলা দুমুঠো ভাত চাই কি ?
চাই না
প্রতিটা মানুষের ন্যায্য সাংবিধানিক অধিকার চাই কি ? চাই না ,
উন্নয়ন আরও বেশি বেশি অর্থনৈতিক উন্নয়ন চাই কি ? চাই না ,
প্রতিটা নাগরিকের সঠিক মজুরিতে হাতে হাতে কি কাজ চাই ? চাই না ,
মানুষে মানুষে ভাতৃত্ব ভালোবাসা সহমর্মিতা মানবিকতা চাই কি ? চাই না ,
অন্যায়ের প্রতিবাদে মানুষের পাশে মানুষ দাঁড়াবেন এমনটা তো নিশ্চয় ই চাই ? না চাই না ?
তবে কি চাই ? তবে কি চাই ?
মানুষে মানুষে সংঘাত খুনোখুনি বাঁধিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাই ?
বেকার কর্ম প্রার্থী যুবসমাজ কে ঠকিয়ে বিপথে চালিত করে
কোটি কোটি ঘুষের টাকার পাহাড় বাড়ি জমি নামে বেনামে প্রচুর বিষয় সম্পত্তি চাই |
কি দিনকাল এলো রে ভাই ?
লজ্জায় আর কোথায় গিয়ে যে মুখ লুকাই ?
শিক্ষকতা করবো ভাই !
দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়তে চাই ,
সেখানেও কোটি কোটি টাকা ঘুষ দিয়ে হলেও চাকরি কিন্তু চাই চাই ই চাই !
আর কত কত লজ্জা সইবো ভাই ?
আমিও যে ওই এক ই পেশায় যুক্ত ভাই ?
কি করে যে সমাজে মুখ দেখাই ?
আচ্ছা বলুন তো চুরি করবে ওরা
রাজনীতির ফায়দা লোটার স্বার্থে মানুষকে মারবে ওরা ,
সাম্প্রদায়িকতার কালো কালো নিকষ কালো ভয়ঙ্কর বিষ ছড়াবে ওরা ?
আর ওদের ভয়ে বোবা থাকবো আমরা !
কবে আর প্রতিবাদে মুখর হব আমরা ?