কার্তিকের হাওয়া
কার্তিকের হাওয়া
মৌসুমী খাতুন
কার্তিকে আজ ধান পেকেছে
হিম লেগে তার গায়
কুয়াশা চাদর মেলিয়ে আছে
মাঠ জুড়ে সুখ তাই,
আনলে কেটে চাষী
সদর দোরে চালের বাতায়
রাখল যতনে গুঁজি,
মরাই সারাই গানের তালে
আনন্দে ঘুম হারা
ক্লান্তি কি যে ভুলেই গেছে
কাজে লেগেছে তাড়া,
উঠান জুড়ে লেপা পোছা
আলপনা লাল সাদা
মায়ের মুখেও সোনার হাসি
গা ভরে তার কাদা,
ভোরের রবির মিষ্টি আলো
আজ পড়েছে ফিকে
গ্রাম জুড়ে রস্নায় খুশির
দুঃখ সবই শিকে,
আমন ধানের গন্ধ মাতাল
মাতাল হিমেল হাওয়া
খেজুর গাছে হাড়ি বেঁধে
দাদুর আসা যাওয়া,
শিউলি ফুল ডালে ডালে
দিচ্ছে হেসে সাড়া
অন্নপূর্ণা ঘরে ঘরে
নবান্নে মাতে পাড়া। ।