কবি ও একটি মেয়ে- ৩

কবি ও একটি মেয়ে- ৩
শামীমা খালিদ শাম্মী
তোমার কবিতা অনুপ্রেরণার উৎস
অপেক্ষার প্রহর কবির কবিতার জন্য,
লিখে যাও অনুভূতি কথার ফুলঝুরি
বেঁচে থাকো তুমি কবিতার জন্য।
মেয়েটির ভাবনায় কবির কবিতা
কখনো কবি প্রেমহীন, কখনো বিষন্ন,
কখনো কবিতা একাকী কবি বিরহী
মেয়েটি শুধু নিখাঁদ প্রেমের কবিকে খুঁজে।
মেয়েটি কবিতা ছন্দে হৃদয় ভাসায়
কবির কলমে বিশ্ব দেখে,
প্রেমে পড়ে নিরবতায় কাটায় ক্ষণ
আত্মার মাঝে মিশে যায় কবির উপমা।
মেয়েটি কবিতায় খুঁজে অব্যক্ত স্নিগ্ধতা
শব্দহীন কোমলতায় আবেগের বাঁধন,
শত ছন্দময় কথায় গাঁথা কবি ও কবিতার
প্রেমালিঙ্গণে প্রেমার্ত হৃদয়ের প্রতিচ্ছবি।