ডিসেম্বর ২৩, ২০২৪

কবিতা বনাম দারিদ্র্য

0

কবিতা বনাম দারিদ্র্য

হাসিনা আনজুম মোনালিসা

বৃদ্ধের বাঁধানো দাঁতের প্রাচীর ভেদ করে বেরিয়ে আসা

উর্বর প্রাগৈতিহাসিক ফিনফিনে হাসি ,

সার সার সভ্যতার ছয়লাপ টাঙানো রাজপথ

ঘোলাটে চোখ জুড়ে অভিমান কার উপর যেন ,

ধরধর কাঁপা হাতে মরচে পড়া কলমের বাধ্যতা

আস্কারা দিচ্ছে নুইয়ে পড়া পৃষ্টাচিহ্নের গর্বিত বোধ

ভৌতিক সাদার উপর চাপচাপ রুগ্নতার কারিগরি

আলাদিনের আশ্চর্য প্রদীপ নাকি জং ধরা তরবারি !

কম দামে “করুনা আত্মঘাতী” মলিন মলাট

কবিতার শপথ বয়ে বেড়াচ্ছে অতীব অতীত ,

কতদিন থেকে বসে থাকা দারিদ্র্য সংকেত

কলেজ স্ট্রিটের গলি বহুকাল চেনা পথ ঘাট ।

কবিতার সাথে ভয়ানক ভালোবাসা বাসি বনাম দারিদ্র্য

অতএব উপসংহারে আসি ।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *