কবিতার নিঃসঙ্গ রেশ
কবিতার নিঃসঙ্গ রেশ
মো. সওকত ইসলাম শাওন
সন্ধ্যার আলো ফুরায়, তবুও,
কিছু শব্দ বাঁচে মনে,
কবিতার রেশ যেন অমলিন,
চলতে থাকে, হারায় না কোনো বনে।
একটি ঝলক তাজা স্বপ্নের,
কী আশায় গাঁথা যায় সে?
লুকানো শব্দে, লুকানো প্রেমে,
কবিতা রেশ পায় যে গতি।
নীরবতা এসে ডুবিয়ে দেয়,
তবুও কী যেন কথা থেকে যায়,
প্রাণে মিশে থাকে গুঞ্জন,
যেমন গীত এক অজানা সুরে।
এভাবেই কবিতা রেশ হয়ে,
রেখে যায় তার মিহি ছাপ,
যেখানে হারায়, সেখানে
একটি নতুন ভাষা জন্ম নেয়, থেমে থাকে না।