অক্টোবর ২৮, ২০২৪

সুদীপ্তা মণ্ডল

শপথ ছিল অপরকে বাঁচানোর,
শপথ ছিল মৃত্যুর সাথে লড়ার।
শপথ সবই মিথ্যে হল
পড়লো আঘাত শ্বাপদের থাবার।
স্বপ্ন ছিল সাদা অ্যাপ্রনে সেজে
মুমুর্ষুদের সেবা করার
স্বপ্ন ছিল দুচোখ জুড়ে
সুস্থ সমাজ গড়ার ।
স্বপ্ন সবই ভেঙ্গে গেল
শিকার হল বাস্তবের নিষ্ঠুরতার।
যোনি পথটা আলগা হল
বসলো সেথা পাশবিকতার পসার।
রাতের বেলা মটকালো ঘাড়
ব্রহ্মদৈত্য নাকি পিশাচ?
দিনের আলো বলেছে কবে —
“আমার মাঝেই লুকিয়ে আছে অন্ধকারের নিশাচ।”
প্রতিবাদের অল্প আলোয়
শয়তানেরা পালাচ্ছে ঐ
শুন্য বুকের তল কই
মায়ের চোখে জল থইথই।
আইন আজও চক্ষু বুজে
বিচার করে অন্ধ সেজে।
তুমি আমি পাতার ভাঁজে
ব্যস্ত সবাই নানান কাজে।
কখনও কখনও হই মুখর
কণ্ঠে জাগে প্রতিবাদের স্বর।
দুদিন পরে থিতিয়ে যায়
নতুন স্মৃতি হয় ধূসর।
ভুলে যায় সবাই সব প্রতিশ্রুতি
একই ঘটনার ঘটে পুনরাবৃত্তি।

About The Author

১ thought on “পুনরাবৃত্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *