ডিসেম্বর ২৩, ২০২৪

কবিতায় পরাণ খুলে মেলো

0

কবিতায় পরাণ খুলে মেলো

প্রবীর চক্রবর্তী

দিনান্তে সেদিন
সাথে ছিল হাসনাহেনা
চঞ্চল মনের হটাৎ
এক অবুঝ বায়না ,
কে যেন ডাক দিলো
দেরী কোরোনা ট্রেন ঢুকেছে
মন আমায় বললো ছাড়তে
অনেকটা দেরি আছে ,
দেখো দেখো কি অপরূপা
ওরা গাছে গাছে
আহা এমন সুযোগ কি
সহজেই ছাড়তে আছে !
আঙ্গুলগুলো হাতের
করে উঠলো নিশপিশ
হয়ে গেলো দুর্দান্ত সেলফি ইস ইস ۔۔۔۔
হাজার হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা
থাকুক তোমাদের ঘিরে ,
তবুও বলে যাই ঘুরেফিরে
এই জীবন সমুদ্র তীরে ,
ছোট ছোট আনন্দগুলো
উপভোগ করতে ছেড়ো না
যতই জীবনটা বাস্তবে
হয়ে যাক এলোমেলো
উড়িয়ে দিয়ে সকল
অপমান আর মলিনতার ধুলো ,
মাঝে মাঝে মনের ডানাগুলো
বন্ধু পরাণ খুলে মেলো |

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *