ডিসেম্বর ২৩, ২০২৪

কতটা অস্থির

সানজিদা বিনা

এ জীবনে প্রতিটা পদক্ষেপে শুধু,, ব্যর্থতার স্পর্শ।

এখন আর নতুন করে পূর্বের মতো,,

অতটা, ব্যথাও অনুভব হয় না।

বরং সময়ের সঙ্গে মিলিয়ে,,

অতি হাস্য উজ্জ্বল মুহূর্তেও, কষ্ট অনুভব করি!!

শুধু মনে পড়ে , প্রথমবার যখন সুখ হারানোর,,

কষ্ট পেয়েছিলাম,!!, ঠিক তখন মনে হয়েছিল!!

যেন পৃথিবী থেমে গেছে,!

ঠিক তখন থেকে জীবনটা কেটেছে,,।

পথের ধারের ধূলিকণার মতো!!

তবুও মাঝে মাঝে কিছু দুঃখ আমাকে,,

নতুন চ্যালেঞ্জ দেয়!!

আমি বলি,, দুঃখ শোনো, কষ্ট হচ্ছে আমার,,

প্রথম প্রেম, প্রথম ভালবাসার প্রতিশ্রুতি।।

আমার সন্ধি হয়েছে তার সনে!!

আমি আর ভয় করিনা!!

বরং আমি জানি, জানি, প্রতিটি হারানো,,

সুযোগের পিছনে,, একএকটি করে,!!

নতুন সুযোগ লুকিয়ে থাকে!!

আমি জানি, এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়!!

সুখ-দুঃখ ব্যর্থতা মিলিয়েই মানুষের জীবন।

তবে কিছু ব্যর্থতা আমাকে নতুন নতুন ,,

শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে বহুবার!!

জীবনের প্রতিটা পদক্ষেপ! কতটা অস্থির!!

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *