ও প্রিয়া
ও প্রিয়া
মোঃমনির সরদার
কত যত্নে রেখেছি যে তোমায়
আমার এই মনের গহীনে
কি জাদু তোমার এই রূপে
কি মায়া তোমার এই দু’চোখে।
তুমি নিরবে এসে আমায়
দিয়েছো দোলা
হাওয়ার মত আমার
এই মনের অনুভবে,
কি তোমার গল্পের প্রেম
কি তোমার অনুবাদের ভাষা।
আমি তোমাকেই যে চাই
কাছে যেন আমি- তোমায় চিরদিন
পাই,
তোমায় করেছি আমি বর্ণ অক্ষরে আপন
তুমি যে আমারই জীবন।
তুমি যে আমার ভালোবাসার প্রেরনা
কখনো ভেঙ্গে দিও না আমার এই মন,
কখনো কেড়ে নিও না আমার এই স্বপ্ন
তুমিই যে আমার শেষ ঠিকানা।