ঐপারে আসিও
ঐপারে আসিও
শাহনাজ পারুল
এই সুদূর..জীবন যাত্রার অচেনা পথে
কথা বললে বড় মায়া বাড়ে
আমি তোমার জন্য সেখানে
ঘাস ফুল হয়ে জন্ম নিব
সেই ঘাস ফুলের উপর শুইয়ে শুইয়ে
দু’জনে ভালোবাসার মিষ্টি যন্ত্রণা
উপভোগ করব !!!
প্রতিদিনই আমি সহস্র সহস্র বার
তোমার প্রেমে পড়বো
আমার রক্ত জবার মতো নরম মনটা
তোমাকে উজাড় করে দিব
সেখানে তুমি ছাড়া আর কাউকে
আমার দখলদারি করতে দেব না
শুধু…. তুমি.. নামক
সুখে কপোত উড়াবো ।