এক খানা চিঠি দিও
এক খানা চিঠি দিও
ইউসুফ ইকবাল জুয়েল
বহুদিন চিঠি পড়া হয় না আমার, বহুদিন—!
ভুল বানানে, ভাঙা- ভাঙা হাতে লেখা নিঁখুত চিঠি!
কি দু্র্দান্ত, অফুরন্ত অসহায় আবেগ!
প্রতিটি বর্ণ, শব্দ, যেন এক একটি
রক্ত বর্ণে রাঙা, রক্তিম লাল গোলাপ।
স্পর্শিত ভালোবাসার সুগন্ধি প্রলেপ।
অশান্ত, নিরুপায় মন জয়ে প্রাণান্ত প্রচেষ্টা।
হলুদ খামে, এক হাঁড়ি বিশুদ্ধ ভালোবাসা।
দায়সারা চেটিং এর নামে চিটিং এ
আবেগ —
থাকে কি তোমার বলো? কিঞ্চিৎ থাকেনা আমার।
দোহাই তোমার,একখানা চিঠি দিও আরেকবার,
ভালোবাসিবার সুযোগ দিও মোরে বারবার।
একখানা চিঠি লিখো,
শুধু আরেকবার।