এক কাপ চা
এক কাপ চা
উম্মে হাবিবা
এই উদাস বিকেলে স্নিগ্ধতার আভা
এক কাপ চায়ে থাকে প্রশান্তির ছোঁয়া।
হাজারো বিষন্ন ভাবনায় যখন, দুলে মন
এক চুমুকেই ফিরে আসে, হৃদয়ের স্পন্দন।
মাথা ব্যাথা, খাটুনি, লাগে কত আলসেমি
এক চুমুকেই শেষ হয়, সারাদিনের ক্লান্তি।
চায়ের কাপে শান্তি নামে, বৃষ্টিভেজা দিনে
উড়ো চিঠি জমা হয়, মনের গোপন খামে।
কেউ চাই বেড টি, কেউ খুঁজে সুগার ফ্রি
কেউবা চাই আবার তেঁতুল বা মসলা টি।
চা বাঙালির আবেগে আষ্টেপৃষ্টে জড়িয়ে
অতিথির আগমনে চা চাই সবার আগে।
কাজের ফাঁকে কিংবা বিকেলের আড্ডায়
এক কাপ চা থাকে পছন্দের তালিকায়।
চায়ের কাপে প্রেম থাকে, থাকে পরিতৃপ্তি
বন্ধু হউক বা প্রিয়জন চা সকলের সঙ্গী।