ডিসেম্বর ২৩, ২০২৪

একাকী রাত

দোলন চাঁপা

রাতের ফিরিস্তি চাও

কী বলি –

আমার অনন্ত চেয়ে থাকা

বালিশে মুখ ঢাকা

অন্ধকার কানা গলি

তবুও বলি

তোমাকে চাই,একটু দাঁড়াও।

অদ্ভুত ভাবনার নিশান

অরণ্যে ঢুকে যায় মন

বুকের ভেতর রক্তক্ষরণ

আঁধার বিরান ।

ভাবনার এলোমেলো চাষ

একাকী রাত

বালিশে রেখেছি হাত

ঘুম চলে যায়

দূর নীলিমায়

স্বর্ণ কোমল আশ্বাস।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *