এই হেমন্তে
এই হেমন্তে
হাসিনা আনজুম মোনালিসা
এই হেমন্তে সেঁকে রাখা রুটি সহসা যত অভিমান উষ্ণতায়
বোরোলীন স্নেহ ঠোঁটে গালে চুমুর আড়ালে ক্ষত বয়ে যায় ,
এখানে ক্লোরোফিল কম ,
ঝুঁকে আসা পাতাটির দারুন অভাবী রুক্ষতা
এই বুঝি খসে পড়ে আড়ালে মরণ !
এখন আর কুয়াশা জমাট বাঁধেনা তেমন
তবুও পুরোনো অভ্যেস একটা ব্লাঙ্কেট ,
জড়িত জীবন ,
গোড়ালির দাগে ধুলো জমা ক্ষত
স্বভাবত খড়ি ওঠা হাত পাতে আগুনের মত ,
এখানে আয়নার অভাব দিন দিন বাড়ে
মহামারী চোখে ডার্ক সার্কেল আঁধারের গতিবিধি সব পথ অবরোধ ,
যত ধার বাকী সব শোধ হয়ে এল , বেলাশেষে সব পাখি পরিযায়ী ,
অবাধ আকাশের যারা বাসা খুঁজেছিল
দিন ক্ষন ভুলে , আসছে বসন্তে
আগুনের সাথে তাই বরফের চুক্তি ও শেষ হল ।