উষ্ণতা চাই আমি
উষ্ণতা চাই আমি
শাহনাজ পারভীন মিতা
উষ্ণতা চাই আমি পৌষের কাছে
যে উষ্ণতা শিশুর নরম হাতের পেলবে,
কখনও প্রেমিকের হৃদয় গহ্বরে
প্রেম খেলে যেথায় নীল সরোবরে!
পৌষের দীর্ঘ রজনী জড়াক
আমায় সেই উষ্ণ জ্বরে।
হিম হিম সকাল কুয়াশায় ঢাকা
দুচোখ জুড়ে দূর দিগন্তরেখা,
সেখানে চোখ জুড়ে হলুদ সরিষার শস্যভূমি
পূর্বপুরুষের ভিটে মুগ্ধ চোখের পাতা চুমি ।
সেখানেও খুঁজে ফিরি একটু উষ্ণতা
স্নেহ প্রীতির মায়া ডোরে বাঁধা ।
শান্ত নদীজল ধীরে বহে নবগঙ্গা
শুধুই খুঁজে ফেরা অপার উষ্ণতা,
একদল হাঁসের জলকেলির মাঝে
খুঁজে ফিরি মনের পূর্ণতা নিঝুম সাঁঝে।
কেউ কেউ একা পৃথিবীর মাঝে বুনোফুল
জড়িয়ে শিশির সকালের সূর্য বকুল ।