ইতিহাসের পাতা থেকে
ইতিহাসের পাতা থেকে
মোহাম্মদ মনজুর আলম অনিক
ইতিহাসের পাতায় বিজয় দেখেছি
ঘুটঘুটে অন্ধকার ২৫শে মার্চ
নিথর নিস্তব্ধ গভীর রাত্রিবেলা,
পাকিস্তানি হায়েনারা অতর্কিতে
যখন কেটেছিল নিরিহ বাঙালির গলা।
গলাকাটা পঙ্খির ন্যায় নিরস্ত্র
বাঙালি যখন ছটফট করতে করতে
দিচ্ছিল আপনার জীবন,
আমি দেখেছি বিজয় দেখেছি ঠিক তখন।
২৬ শে মার্চ এ অগ্নি দেখেছি
মুজিব কণ্ঠে দেখেছি লক্ষ কোটি বুলেট
চকচকে হীরে ধার ঝন্ঝা তলোয়ার,
২৭ শে মার্চে জিয়ার কন্ঠে কালুরঘাটে
আরেক অগ্নি পাহাড়।
লাঠি সটা নিয়ে ঝাঁপিয়ে পড়লো জনতা
তুমুল সংগ্রামের পরে আনলো ছিলিয়ে
তাদের স্বাধীনতা।
বিজয় দেখেছি ইতিহাসে
আমার সাক্ষী ইতিহাসের পাতা।