ইচ্ছে করে!

ইচ্ছে করে!
রকিবুল ইসলাম
ইচ্ছে করে তোমায় নিয়ে মেঘের ভেলায় ভেসে যেতে।
ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরতে যেতে চার বেয়ারার পালকি করে।
ইচ্ছে করে গগণ থেকে নীল কুঁড়িয়ে মিশিয়ে দিতে তোমার শাড়ির নীলের সাথে।
ইচ্ছে করে কল্পনার নায়ে হৃদ সরোবরে নোঙ্গর করতে।
ইচ্ছে করে কোকিল হয়ে সংগীত করতে তোমার কর্ণে।
ইচ্ছে করে পুষ্প হয়ে সুবাস ছড়াতে তব মনের অঙ্গনে।
ইচ্ছে করে মুখ লুকাতে দখিণা হাওয়ায় উড়তে থাকা তোমার শাড়ির আঁচলেতে।
ইচ্ছে করে জগতের সব লাল রঙ এনে তোমার ঠোট দুখানা রাঙিয়ে দিতে।
ইচ্ছে করে নীল চাঁদোয়ার টিপ এনে
সাজাতে তোমার ললাট টাকে।
ইচ্ছে করে বকুল ফুলের মালা গেঁথে
সাজাতে তোমার গলদেশটাকে।
ইচ্ছে করে রক্ত জবার মালা গেঁথে
সাজাতে তোমার খোঁপাটাকে।
ইচ্ছে করে জগতের সব কালো এনে
কাজল করে এঁকে দিতে,ডাগর তোমার চোখ দুটিতে।
ইচ্ছে করে হিমালয় থেকে তুষারের সব শুভ্রতা এনে শুভ্র করি তোমার মননটাকে।
ইচ্ছে করে ঘোর আঁধারে জ্যোৎস্না এনে আলোকিত করি তোমার হৃদ-অঙ্গনটাকে।
ইচ্ছে করে সুগন্ধি ফুলের সুবাস এনে মাখিয়ে দিতে তব সারা গায়ে,
সেই সুরভীর কিয়দংশ মোর অঙ্গে মেখে নিয়ে ধন্য হতে।