আহ্বান
আহ্বান
সাদিয়া আফরিন
ভোরের পাখি বললো ডেকে
আমার কানে কানে
রাত্রি শেষ উঠো এবার
সূয্যি মামার সনে।
ছাড়ো বিছানা ভেঙে ঘুম
দাঁড়াও জায়নামাজে,
নামায শেষে তাসবি হাতে
হারাও যিকির মাঝে।
পড়ো কুরআন প্রভুর নামে
স্মরণে মুহাম্মাদ,
গ্রহণ করো দ্বীনের পথের
ইসলামের স্নিগ্ধ স্বাদ।
দিনের কাজে লেগে পড়ো
হোক শুভ সকল কাজ,
আনন্দে যাক সারাবেলা
প্রত্যহ নব সাজ।
প্রভুর নামে দিনের শুরু
সেই নামে হোক শেষ,
পবিত্রতায় ইমান নিয়ে
জীবন কেটে যাক বেশ।