আমি পাথর
আমি পাথর
মো. ইসহাক মিয়া
সেজেছি বধির অন্ধ পাষাণ পাথর,
আত্মাহুতি চিৎকার কর্ণেতে শুনি না।
লুটছে দেখছি বলি লুটেরা চিনি না,
রোগে শোকে ভোগে হেরি হই না কাতর।
মনুষ্যত্ব লোপে বোধ বিবেক নিথর,
ঘিরেছে পশুত্বে হৃদ শুধু কায়াতে না।
ঘুরে সাধু বেশে মূলে পিশাচ হায়েনা,
হেরি নির্বাক তারাই দেশের পাঁজর।
মিথ্যা পিষে মারে সত্য রঙ্গ লীলা নেচে,
উল্টো দোষী দেও নির্দোষীরে সাজা।
সুযোগে সন্তান দিচ্ছে জননী কে বেচে,
কলে বলে পচা-বাসি করে তরু তাজা।
যদি কেউ মুখ খুলে উল্টো পড়ে পেচে,
শোষক বিবাগী আজি মাতৃভূমি রাজা।