আমি চিনিয়াছি উহারে

আমি চিনিয়াছি উহারে
মো. মনজুর আলম অনিক
চিনিয়াছি উহারে বাসন্তী রাঙ্গা শাড়িতে
রাঙ্গামাটির পাহাড়ে, হিমছড়ির ঝর্ণাধারে
সিলেটের চা বাগিচায়, চায়ের আড়তে।
দিনাজপুরের ফসলের মাঠে
ঠাকুরগাঁয়ের সোনালী রঙা ধান ক্ষেতে।
আমি চিনিয়াছি উহারে।
আমি চিনিয়াছি উহারে
প্রাতঃকালের সূর্যোদয়ের পূর্ব দিগন্তে
কিচিরমিচির পঙ্খী ডাকা ভোরে
ঝলমলিয়া রোদেলা দুপুর প্রহরে
অলস ভাবে নিদ্রা মগ্ন স্বপনে।
আমি চিনিয়াছি উহারে
কুলিক নদীর ধারে স্নান ঘাটে
স্নান কালে মাঝিদের অপলক দৃষ্টিতে
কুলিক নদীর জেলেদের জালে।
আমি চিনিয়াছি উহারে
জসিম উদ্দিনের গ্রাম্য কবিতায়
নজরুলের প্রণয় উপাখ্যানে
প্রনয় ভরা গভীর মননে।