আমার মন খারাপ
আমার মন খারাপ
মো. মনির সরদার
আমি ভীষণ চলার পথে
বন্ধু প্রিয় মানুষ
আমি- আমার ভেতর
লালন করি বিশ্বাস।
আমি খুব যত্ন করে
খেয়াল রাখি আমার প্রিয় মানুষটিকে রোজ
আমি আটকে আছি
আমার ভেতর।
আমি আমার ভীষণ অভিমান
জমিয়ে রাখি মেঘের স্পর্শে
আমি ভীষণ ক্লান্ত
একা ভোরের রোদে।
আমি আমার কষ্টগুলো
রোজ ভাবি ফেলে দিবো
আমার সুখগুলো সব থাকুক
আমার প্রিয়ার কাছে।
আমি আমার ভীষণ মন
খারাপের দিনে তাকিয়ে রই দূর লগ্নে
আমি ভীষণ কান্না করি
নিঝুম রাতের আধারে।
আমি আমার অশ্রুগুলো
ভাসাই নদীর জলে
আমার ঋণগুলো সব না হয়
হলো তোমার কাছে শোধ।
আমি ভীষণ ছেলেবেলার
গল্পগুলো বলার মানুষ
আমি ভীষণ একলা মানুষ
এই পৃথিবীর বুকে
‘আমি আমায় হারিয়েছি
সেই কবে তোমার প্রেমে।