আফসোস
আফসোস
মো. ইসহাক মিয়া
মিছে জিদ করে তুমি সুখ বাঁধ দিলে
ছিঁড়ে,বারোমাসি দুগ্ধ শিশু মা হারালো
আক্রোশের ভিড়ে। তুমি ফের নব রূপে
জীবন সাজিয়ে নেবে।ভাবিলে না হৃদে
তোমার বাচাকে কেবা স্নেহ দেবে?জন্ম
দিয়ে পৃথ্বী তার করে আলোহীন,কোন
পরানে মাতৃত্ব করো বিলীন? নিষ্ঠুরে
খুঁজে নিজ সুখ, ভুলে গেলে চাঁদ মুখ?
আমি ও বরো না দুখে,কাঁদব না তবে
শোকে।উভয়েই বর ভালো,শুধু যার
হারাবার সে হারালো।হারিয়েছো তুমি
ও বুঝিবে সেটা,পড়ে গেলে যৌবনের
ভাটা।রূপ শক্তি দম্ভ বরে না,শত খেদ
করিয়া সেদিন কূল খুঁজিয়া পাবে না।
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি